Tuesday, September 17, 2013

দি ফলিং ম্যান কে



এক।।
আলোর ওপারে নিঃসাড়ে স্থির ওরা জনা উনিশ। 
বজ্র মুঠি ছুরি, চোয়াল-কঠিন মন নিশপিশ। 
আদিম বই মানুষ শিকারে 
বেরিয়েছে আজ কদর্য বিচারে।
মানুষকে ভালবাসবে এটুকু ভালবাসা নেই যে বুকে, 
সে  কি করে ভালবাসবে বাহাত্তর অক্ষতযোনি যুবতীকে?

দুই।।
পেয়ালা-পিরিচে কলরব, সকাল নটায় 
পৌঁছতে হবে একশ তিন তলায়।
সন্তানের করমচার মতন রাঙা দুটি গাল,
প্রেমিকার আঙুলে আঙুল ছোঁয়া ভালবাসার কুহক জাল 
তাড়াহুড়োতে পেছনে ফেলে রেখে, বাঁচবে বলে 
লোকটা ঝাঁপ দিল অমরত্বের কোলে।

তিন।।
বিজ্ঞান প্লেন পাঠায় ছায়াপথে, 
ধর্ম ইমারতে।।

No comments:

Post a Comment