Tuesday, October 8, 2013

আঁধার


আলোর ক্রীতদাস নই আমি। রেজগির মত জড়ো করি অন্ধকার, তিলেতিলে। 
তুমি ব্যঙ্গ করো, এমন উজবুক কোথায় ছিলে।
সে ভেবে তোমার জন্য বড় দুঃখ হয়, কি পেলে আলোর পা চেটে?
ডেঁয়ো পিঁপড়ের মত ছড়িয়েছে রোমকূপে, টায়ারের মত পড়ে আছ ফেটে
মাথার ওপরে শুধু আতসকাঁচ ঘোরে 
চোখ, শরীর, অন্তর পোড়ে, কেবল পোড়ে
কি হবে হাপরে ভরিয়ে এমন বিষ-সেঁকো। 
বরং, একবারটি আঁধারকে ভালোবেসে দেখো।
দেখবে, কাজল সেজে দেবে ধরা
মিশমিশে শরীরে আকাশ ভরা সূর্য তারা। 
কৃষ্ণকলির আলতো ছোঁয়া নোনাধরা চুনকামে,
জীর্ণ দেয়ালে, চেনা কথা খেলবে পোষা সরগমে 
রূপকথাকে আঁচলে বেঁধে হাসবে সে যে মিটিমিটি 
কোলবালিশের পাড়ে বসে রাত পুহিও তোমরা দুটি। 
জানি, রাতের পা বেয়ে তরতরিয়ে উঠবে তুমি 
দরজায় আগল দেব, ওপারে তুমি মরমী।

2 comments:

  1. নিস্তব্ধতার মাঝে আছে গল্প
    ভালবাসার লোক তার অল্প।
    সন্নাসী যদি না পেয়ে খুশি হয় -
    আঁধারকেও ভলোবাসা যায়।

    ReplyDelete
    Replies
    1. khub bhalo bolechen.
      prothom line ta besh sundor.

      Delete